শেষ বয়সে আর চিন্তা নেই! প্রতি মাসে ৩০০০ টাকা করে ঢুকবে, কীভাবে পাবেন জানুন

WhatsApp Group Join Now

দেশে বিপুল সংখ্যক দরিদ্র কৃষক রয়েছেন, জীবিকা নির্বাহে অর্থনৈতিক স্তরে নানা সমস্যার সম্মুখীন হতে হয় তাঁদের। বয়সের প্রাথমিক পর্যায়ে, এই কৃষকরা চাষ এবং শ্রম করে তাঁদের জীবিকা নির্বাহ করে। কিন্তু বৃদ্ধ বয়সে আয়ের কোনও উৎস থাকে না। দরিদ্র কৃষকদের এই সমস্যার কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ মানধন যোজনা শুরু করেছে।

কারা সুবিধা পাবেন কারা পাবেন না

PM কিষাণ মানধন যোজনার সুবিধা, সেই সমস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য উপলব্ধ, যাঁদের কাছে 2 হেক্টরের কম জমি রয়েছে। আপনার যদি 2 হেক্টরের বেশি জমি থাকে তবে আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। একই সময়ে, যারা NPS-এ অবদান রাখেন তাঁরাও এই প্রকল্পের সুবিধা পান না। ESIC এবং EPFO-এর সুবিধা গ্রহণকারী কৃষকরাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না।

কী কী সুবিধা পাবেন?

প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার অধীনে, দরিদ্র কৃষকদের 60 বছর বয়সের পরে প্রতি মাসে 3,000 টাকা পেনশন দেওয়া হয়। শুধুমাত্র 18 থেকে 40 বছর বয়সী কৃষকরাই এই স্কিমে আবেদন করতে পারবেন। আপনি যে বয়সে স্কিমের জন্য আবেদন করবেন তার উপর ভিত্তি করে বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হবে।

বিনিয়োগ করবেন কীভাবে?

বিনিয়োগের পরিমাণ প্রতি মাসে 55 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। আপনি 18 বছর বয়সে এই স্কিমের জন্য আবেদন করলে, আপনাকে প্রতি মাসে 55 টাকা বিনিয়োগ করতে হবে। আপনাকে 60 বছর বয়স পর্যন্ত এই বিনিয়োগ করতে হবে। তাহলে 60 বছর বয়সের পর থেকে প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন পাবেন।

এটাও পড়ুনঃ ৩১ আগস্ট লাস্ট ডেট! কৃষকদের দারুন সুবিধা দিচ্ছে সরকার

আর যদি এই প্রকল্পের আওতায় সুবিধাভোগী কৃষকের মৃত্যু হয়। সে ক্ষেত্রে প্রতিমাসে কৃষকের পেনশনের 50 শতাংশ টাকা স্ত্রীকে দেওয়া হবে।

WhatsApp Group Join Now

Leave a Comment