লক্ষ্মীর ভান্ডার তো চলছেই, এবার ৫০০০ টাকা ছেলে-মেয়ে সকলেই পাবে

WhatsApp Group Join Now

লক্ষ্মীর ভাণ্ডারের 1,000-1,200 টাকার অনুদানকে পাশে রেখে আরও বড় প্রকল্পের উদঘাটন করল পশ্চিমবঙ্গ সরকার। যোগ্য সুবিধাভোগীদের টাকা দেওয়ার জন্য এই প্রকল্প খাতে 700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে খবর। এছাড়াও আরও সাহায্য করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নিত্য নতুন সুযোগ সুবিধা ঘোষণা করা হয়েছে।

এই প্রকল্পে কী কী সুযোগ সুবিধা পাবেন?

1) এককালীন কো-অপারেটিভ ব্যাঙ্কের ঋণ মুক্তি মিলবে।

2) সুতো কেনার জন্য 20% অবধি ছাড় নিশ্চিত।

3) 1 লক্ষ 10 হাজার টাকা অবধি আর্থিক সাহায্য পাবেন।

4) তাঁতের ঘর মেরামত করার জন্য 5,000 টাকা।

5) তাঁত সরঞ্জাম কেনার জন্য 10,000 টাকা আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হবে।

6) 60 বছরের মধ্যে সুবিধাভোগী মারা গেলে, তাঁর পরিবারকে একবার 2 লক্ষ টাকা দেওয়া হবে।

কারা কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন?

সুবিধার অঙ্ক ও মারপ্যাঁচ দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে ঠিক কে কে এর সুবিধা পাবেন। না বুঝে থাকলেও চলুন বলে দিই।

1) তাঁতি এবং তন্তুজীবীদের জন্য এই প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার।

2) এই প্রকল্পের টাকা পেতে হলে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতেই হবে।

আবেদন করবেন কীভাবে?

রাজ্য সরকারের এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য BDO অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে আপনাকে। নিম্নলিখিত নথি পূরণ করে ও নিয়ম জেনে নথিপত্রের জেরক্স ফর্মে যুক্ত করে, এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য আবেদনপত্রটি BDO অফিসে জমাও করতে হবে।

এটাও পড়ুনঃ রেশনে চাল নিতে আর লাইন লাগবে না! এবার ATM থেকে এইভাবে বেরোবে চাল

আবেদনের জন্য দরকারি নথিপত্র

1) ভোটার কার্ড জরুরি।

2) আধার কার্ড অবশ্যই সঙ্গে রাখুন।

3) প্যান কার্ড না থাকলেও টাকা পাবেন না।

4) নিজের ব্যাঙ্ক একাউন্ট নম্বর না দিতে পারলে টাকা পাওয়া চাপ।

5) যিনি টাকা চাইছেন, তিনি সত্যিই তাঁত শিল্পী কিনা তার পরিচয় পত্রও লাগবে।

WhatsApp Group Join Now

Leave a Comment