Toto New Rule: রাস্তায় টোটোর জন্য আর ভিড় হবেনা? রাজ্য সরকারের নতুন নিয়ম

টোটো থেকে রাজ্য সরকারের কোনও আয় তো হচ্ছেই না, সেইসাথে রাস্তায় যানজট বিরাট পরিমানে বেড়ে গিয়েছে। তাই টোটো নিয়ন্ত্রণে তৎপর রাজ্য সরকার। এমনিতেও রাস্তায় টোটো বাড়ছে, যানজট বাড়ছে। দুর্ঘটনাও বাড়ছে। টোটোর অবৈধ চলাচল নিয়ন্ত্রণ করেও কোনও লাভ হচ্ছে না।

রাজ্য এবং জাতীয় সড়কের উপর টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করে তাই এবার কড়াকড়ি শুরু করেছে রাজ্য পরিবহণ দফতর। কলকাতা হাইকোর্টও একই অভিযানে সামিল হয়েছে।

টোটোর বেয়াদপি রুখতে সব দিক সামলে নিতে বিশেষ কোড এবং স্টিকার বসানোর উদ্যোগ নিতে চলেছে রাজ্য। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এ প্রসঙ্গে জানিয়েছেন, টোটোর বিরুদ্ধে বহু অভিযোগ আসছে। মুখ্যমন্ত্রী তাই রাস্তা যানজট মুক্ত করার নির্দেশ দিয়েছেন। এর দরুণ টোটো চালকদের জীবিকা নির্বাহে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়ে দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, গত ৬ অগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহণমন্ত্রী, সচিব ও বিভাগীয় কর্তাদের সঙ্গে বৈঠকে টোটো নিয়ে অনেক সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গিয়েছে, বর্তমানে রাজ্যের প্রায় ২০ থেকে ২২ লক্ষ অবৈধ টোটো রয়েছে। এগুলোই নিয়ন্ত্রণ করতে হবে। তাই টোটোর গায়ে কিআর কোড এবং বিশেষ স্টিকারের লাগাবে রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতর। টোটো সংক্রান্ত একটি বিশেষ অ্যাপও তৈরি করা হবে।

আরো পড়ুনঃ শেয়ার মার্কেটে বিরাট লাভ রাহুল গান্ধীর, ৫ মাসে এত টাকা লাভ করলেন

টোটোতে কোড ও স্টিকার লাগিয়ে কী লাভ হবে? 

পঞ্চায়েত থেকে শুরু করে, পুরসভা, ব্লক এবং জেলায় কত সখ্যক টোটো রয়েছে তা জানতে চায় রাজ্য। তাই এই তথ্য জানার জন্য কিউআর কোড বসানো শুরু হবে। এরপর এই কিউআর কোডে স্ক্যান করলেই ওই নির্দিষ্ট টোটো সম্পর্কে যাবতীয় তথ্য, মালিকের যাবতীয় তথ্যও সামনে আসবে। এরই সঙ্গে কাজে লাগবে স্টিকারও। এর দরুণ আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব হবে টোটোগুলোকে।

Leave a Comment