আমরা বর্তমানে এমন এক সময়ে আছি যেখানে সুযোগের অভাব নেই। আমরা চাইলেই একটি স্কিল শিখে তা থেকে আমাদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় টাকা রোজগার করতে পারি।
আজকের এই প্রতিবেদনে আমরা 2022 সালে এমনকি আগামী বছরেও চাহিদা থাকবে এমন অনেক স্কিলের কথা বলবো। এই সমস্ত স্কিল গুলি থাকলে আপনি নির্দিষ্ট সেক্টরে জব বা চাকরি পেতে পারেন।
এমনকি আপনি যদি চান চাকরি করবো না তাহলেও ফ্রিল্যান্সিং বা নিজের কাজ শুরু করেই ইনকাম করা শুরু করতে পারেন।
আমরা অনেক কিছুই করার চিন্তা করি। তবে শুধু ভাবলে বা চিন্তা করলেই হবে না। কিছু না কিছু শুরু করতে হবে। আজকে বলা স্কিল গুলির মধ্যে যেকোনো একটিকে নিয়ে কাজ শুরু করতে পারলে আপনাকে টাকা ইনকাম করা থেকে কেও আটকাতে পারবেনা। এই সমস্ত স্কিল গুলি আজকের দিনে যেমন চাহিদা রয়েছে, ঠিক তেমনি আগামী দিনেও এগুলির চাহিদা বাড়বে। তাতে কোনো সন্দেহ নেই।
নিচে বলা স্কিল গুলির মধ্যে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটিকে নির্বাচন করে শিখে নিতে পারেন। তারপর বেসিক নলেজ হলে কাজ শুরু করে দেবেন। কাজ শুরু করলে আর আপনাকে কে আটকায়।
আমাদের টিপসঃ প্রথমে নিচের থেকে যেকোনো একটি স্কিলকে নির্বাচন করে সেটি সম্পর্কে ইন্টারনেটে অর্থাৎ গুগল এবং ইউটিউবে ঘাটাঘাটি বা রিসার্চ শুরু করুন। তারপর আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি স্কিল বা কাজকে বেছে নিয়ে ইন্টারনেট থেকেই শিখতে শুরু করুন।
2022 এর কর্মমূখী বিভিন্ন স্কিল
- ডিজিটাল মার্কেটিং (Digital Marketing)
- কনটেন্ট রাইটিং (Content Writing)
- ভিডিও এডিটিং (Video Editing)
- ভিডিও প্রোডিউসার (Video Producer)
- অ্যাপ ডেভেলপার (App Developer)
- ওয়েব ডেভেলপমেন্ট (Web Development)
- অ্যানিমেশন আরটিস্ট (Animation Artist)
- কনটেন্ট মার্কেটিং (Content Marketing)
- ভিডিও মার্কেটিং (Video Marketing)
- পারফরমেন্স মার্কেটার (Performance Marketer)
- গ্রাফিক্স ডিজাইনার (Graphic Designer)
- কপিরাইটিং (Copywriting)
- ডাটা অ্যানালিস্ট (Data Analyst)
- টিচিং (Teaching)
- সোশ্যাল মিডিয়া ম্যানেজার (Social Media Manager)
- প্রোডাক্ট ম্যানেজার (Product Manager)
- ব্যাকেন্ড ডেভেলপার (Backend Developer)
- UX & UI ডিজাইনার (UX & UI Designer)
- মার্কেট রিসার্চ এক্সিকিউটিভ (Market Research Executive)
- গ্রোথ হ্যাকার (Growth Hacker)
- অনলাইন বিজনেস (Online Business)
- ক্লাউড কম্পিউটিং (Cloud Computing)
- আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (Artificial Intelligence)
- প্রবলেম সলভিং (Problem Solving)
- মেশিন লার্নিং (Machine Learning)
- ম্যানেজমেন্ট (Management)
- সেলস (Sales)
- প্রোজেক্ট ম্যানেজমেন্ট (Project Management)
- ফরেইন ল্যাঙ্গুয়েজ (Foreign Language)
- ব্লকচেইন প্রোগ্রামিং (Blockchain Programming)
আজকে আমরা শুধু পেশাদারি কিছু স্কিলের কথা জানালাম। গুরুত্বপূর্ন কথা জানিয়ে রাখি, আজকের স্কিল গুলি সম্পর্কে আমরা বিস্তারে আলোচনা করিনি শুধু স্কিলগুলির নাম জানিয়েছি। এগুলি নিয়ে বিস্তারে আলোচনা করতে গেলে আর্টিকেলটি অনেক বড়ো হয়ে যাবে।
এই স্কিল গুলি সম্পর্কে আমরা একটি একটি করে আলাদা আর্টিকেলে বিস্তারে আলোচনা করে আপনাকে জানাবো।
সবশেষে,
বাংলা রোজগার ওয়েবসাইটে আমরা বিভিন্ন কর্মমূখী স্কিল, অনলাইন ইনকামের উপায়, লাভজনক নতুন কোনো ব্যবসার আইডিয়া নিয়ে আর্টিকেল লিখে থাকি। আমরা চাই পশ্চিমবঙ্গের বেকার ছেলে-মেয়েরা বর্তমানের ডিজিটাল যুগে কিছু স্কিল শিখে নিজের পায়ে দাড়াক। কেননা পড়াশোনা করার পর বেকার হয়ে থাকার থেকে কিছু শিখে কাজ বা জব করে পরিবারের পাশে দাড়ানো অত্যন্ত জরুরী।
আপনি যদি এই সমস্ত টপিকের তথ্য জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। আশা করছি আগামী দিনে আরো নতুন নতুন ইনকামের উপায়, পারসোনাল ফাইনান্স এর বিষয়ে তথ্য জানতে পারবেন।